ভাগবা কমিউনিটি ক্লিনিকে বর্তমানে দ্বায়িত্বে রয়েছেন নাজমূল মোড়ল। তিনি ভাগবা কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে বিধি অনুসারে ৬ দিন দ্বায়িত্ব পালন করেন। ছুটির দিন ব্যতীত (শুক্রবার এবং সরকারি ছুটি) প্রতিদিন সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। ফোন নংঃ 01919901505 । ফেসবুক-এ যোগাযোগ করতে পারেনঃ Nazmul Moral ।


কমিউনিটি ক্লিনিকে সিএইচিসিপি-এর কাজঃ

  • সিএইচসিপি হলেন কমিউনিটি ক্লিনিকের সার্বিক দায়িত্বপ্রাপ্ত মূল সেবাদানকারী। তিনি কমিউনিটি ক্লিনিকের চাবি, ঔষধপত্র ও যাবতীয় মালামাল সংরক্ষণ করবেন।
  • কমিউনিটি ক্লিনিক হতে সরকার নির্ধারিত সেবা প্রদান, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, প্রতিবেদন তৈরি ও প্রেরণ।
  • সিজি ও সিএসজি কে সক্রিয় করার মাধ্যমে স্বাস্থ্য সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ;
  • সিসি'তে কর্মরত অন্যান্য সেবাদানকারীর মধ্যে সমন্বয় সাধন।
  • বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে (বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ) কার্যকরী যোগাযোগ স্থাপন।
  • সরকারী নির্দেশনা মোতাবেক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ (যেমন: দিবস/সপ্তাহ পালন)।


ভাগবা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি - নাজমূল মোড়ল


CBHC-এর অধীনে আরপিটিআই খুলনা-তে সিএইচসিপি তিন মাসব্যাপী আবাসিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান স্যার।